Monday, August 20, 2018

Bhalobasar Prosthan

Article Tag No: #31221
Copyright reserved to Abiyad Ahmed                                                              Suggestion / Complaint - Click here



ভালোবাসার প্রস্থান !

কলমে - আবিয়াদ আহমেদ


প্রস্থান করেছে সকল জীর্ণ জীবন, বহু সংকল্পের ভিড়ে আমি আজও নিস্পাপ জননীকে খোঁজ করি – সে যে সুগম পথগুলোতে দুর্গম পদচিহ্নের আঁকিবুকি রেখে গেছে আমার প্রাণে। তুমি ছিলে নাকো শিথিল, অশ্বেমেধা বা স্বৈরাচারী – ছিল এক বীর যোদ্ধার নির্ভীক স্ত্রী। চিরঘুমে আজ নিদ্রিত আছো তুমি মা, নিস্পলক দৃষ্টিতে আজও অঝোরে তোমার হিতাকাঙ্খি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন। ধরিত্রীর এ কেমন অপূর্ণতা? কাদামাটি খেলা ভাই বোনের স্নেহাধন্য স্মৃতিরা, অট্টহাসির আদলে মান অভিমানের দাম্পত্য কারুকার্যের বিনুনি, তৃষ্ণার্ত ঠোঁটে মায়ের আঁচল জুড়ে কত ভালোবাসা – হঠাৎ বিলিন হয়ে গেছে গন্ডীহীন আকাশের নিলিমায়। অগনিত বেমানান কষ্টের ঝুড়ি বুকে বেঁধে হেঁটে চলেছি তেপান্তরের পথে। আজ বহুদিন হল তোমার অবসর নেওয়া জাতিস্মরের হৃদয় থেকে ফল্প্রসুত সময়টা থমকে দাঁড়িয়েছে। আমাদের খেয়াল তুমি আর রাখতে পারছনা, গাঙিনীর ঢেউয়ে ভাসিয়ে নিয়ে গেছে তোমার আদর, আবদার; একপ্রকার গুমোট নিস্তব্ধতা শিকলে আঁটকে গেছে। বাড়ির কলেরব প্রায়শয় নিস্তেজ মা! আমরা ভাল আছি ধুলোঝড়ে, রক্তক্ষরণ চোখে স্বপ্ন দেখে – গোধূলির শেষবেলায় অহেতুক নিরাশায় খোঁজ করি তোমার এককাপ চায়ের, স্নেহে জড়ানো একচিমটি ভালোবাসার। এই বেশ ভাল আছি নিজেদের অতৃপ্ত সুখের আড়ালে, হাজার কলহের মাঝে, বিত্রিশ্না-বিরহের কাঁধে ভর দিয়ে বিহ্বল দৃষ্টিতে চোখের কোণে জল উদ্ভাসিত করে আমায়, অজানা খেয়ালে জানতে বড় ইচ্ছে করে “মা তুমি কেমন আছো?”। নিন্দুকেরা আজ অসময়ে দল বাঁধে না, খুব সহজে তোমার ফেলে আসা সদনে নিস্পাপ হাসিগুলোর জাঁকজমক ছেয়ে নেয় না – কারন তোমার অনুপস্থিতি বিলীন করে ফেলেছে শরতের কাশফুলগুলোকে। মাতৃক্রোড় একমাত্র আমার নিরাপদ আশ্রয় ছিল, অন্ততঃ তোমাকে হারিয়ে ফেলার যন্ত্রণা বুঝতাম না।  কালো অন্ধকারের তলায় রাত্রিবেলাকার অস্পষ্ট নভমন্ডলে তুমি ক্ষীণ হয়ে পড়েছ। ধরাতল থেকে এক কন্যা বিদায় নিয়েছে যে আলোর অন্তরালে বিস্মৃতির দূতী ছিল। মা, তুমি জানো? হলুদ শাড়ীর এক অতিথি শিরীষের বন পেরিয়ে ধানসিঁড়ির পাড়ে এসেছে। ভাল নেই কেউ তোমার অনিবার্য ছুটির খবরে। ফুটপাথ ধরে অনেক হেঁটেছি তোমার খোঁজে, কাঁচা বাতাবীলেবুর সুঘ্রাণে খুঁজেছি তোমায়, পুরানো ধসূর শাড়ীর স্তূপে তোমার অস্তিত্ব খুঁজেছি, বসুন্ধরায় ম্রিয়মান গোধূলি নেমেছে ক্লান্তির বিছানায় আবার নিস্পলক দৃষ্টিতে শুয়ে পড়েছি ততক্ষণে নীলাম্বরী সরে গেছে কোকিলের পাখনার মত তবুও বিষপঙ্কিল শ্বাস থেমে যায়নি। তুমি প্রয়াণ পটভূমির দেববাণী, আশীর্বাদ করিও আমায় অমর্ত্যলোকের দ্বারে। প্রভুর কৃপায় তুমি সুখনিদ্রায় নিদ্রিত, সখের গড়া অট্টালিকায় কে আজ যাবে? অনন্তের নিয়ামত ভোগে যারা ব্যতিব্যস্ত তারাও মুখ ফেরে যায় রঙ্গিন ভুবনে। সে, তুমি চলে গেছে, প্রস্থান হয়েছে ভালোবাসার, মোহের, আদরের, অনিচ্ছুক আবদারের। এইভাবেই অনাদিকালের এক ভালবাসা প্রস্থান করছে, করেছে – যেটা কোনদিনও আসবে না জনসম্মুখে। ভালো থেকো, যথাসাধ্য আমরা তোমার তরে আমল উপহার দেবো।

Do not copy / re-post without prior permission of the Author