Thursday, October 19, 2017

কবিতা - ০১

Article Tag No. #31211
© Abiyad Ahmed

অবহেলিত কিরণ
- আবিয়াদ আহমেদ


হে দীপ্তমান সূর্যের অবহেলিত কিরণ
হে সময়ের স্বাধীনধারার বর্ষণ - 
কোথা হতে আসিয়াছ তুমি? এখন;
জগৎ মাঝারে চুপিসারে দাও কেন দর্শন?

বিছানার লাল পাড়ে রাঙিয়েছে নারী,
শুষে নিয়ে গেছে কীটে - লালসার রূপ কাঁড়ি -
বিঁধে গেছে প্রাণ - যৌবনের বক্ষপাড়ে
তবু তুমি দাওনা কেন ছাড় তাঁরে?

হে নিরাকার, নিশ্চুপ, সময়ের সাধক
এসব তুমি পারো না কো রুখতে? 
ব্যঙ্গ গীত বাজিয়ে যায় বাদক - 
ধিক্কার জানাই জননী তোমায় সর্বক্ষেত্রে! 

হে উদীয়মান সূর্যের ঘনঘটা - 
আজ কী ভাবে বাধিয়াছ তোমার উপকরণ? 
ওহ! তুমিতো লাঞ্ছিত-অবহেলিত, নির্বিকার বাতাবরণ,
কোথা হতে তুমি আসিয়াছ এখন?



কবিতার প্রেক্ষাপট লেখা হয়েছে বর্তমান সমাজের পরিস্থিতির বর্ণনা করে। এই কবিতাটি কোনো জাতি/বর্ণ/ধর্ম কে ছোটো বা অপমানিত করে লেখা হয়নি। 

বিঃদ্রঃ পাঠকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ আপনারা কবিতার কোনও অংশ অনুমতি ব্যতিরেকে কোথাও ছাপিয়ে দেবেন না, স্বপ্রমান ধরা পড়লে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধন্যবাদ জ্ঞাপন: আবিয়াদ আহমেদ 


For suggestion / complaint kindly use this link.