Friday, October 20, 2017

কবিতা - ০২

Article Tag No. #31213
© Abiyad Ahmed



বেকার
- আবিয়াদ আহমেদ 


নিশুতি রাতের আর্তনাদ,
ক্রন্দনরত জননীর আঁচলায়;
বেকারত্বের তাড়নায় দিনভর অবসাদ -
বাস্তব দূরেই থাক, নেই ঠাঁয় কল্পনায়। 

জংলি দানব পিছু হাঁকে,
ওঃ বেকার তোমার দিন যে গেছে - 
বিবেক নিষ্পত্তি পেয়েছে আদালতের ডাকে;
নিরাপরাধ নেতারা ঘুষের নেশায় ঢেউ গুনেছে।

বেকার ক্ষুদের স্বপ্ন ভাঙে,
আরশিনগর জুড়ে, ঋণের আশঙ্কায়;
জমিদারেরা সব গল্প শোনায় বোবা টানেলে -
স্বার্থ বুঝে মেতে ওঠে গণতন্ত্রের ডঙ্কা!


কোনো জাতি/ধর্ম কে ছোট করে বা অপমান করে কবিতার প্রেক্ষাপট রচিত নয়। রাজনৈতিক কোনও দলকে হস্তক্ষেপ করে কবিতার প্রেক্ষাপট লেখা হয়নি। 

ধ্যনবাদ জ্ঞাপনে: আবিয়াদ আহমেদ