Thursday, November 02, 2017

অদূরের ভাবনা

Article Tag No. : 31217
কলমে - উম্মে সালমা
© Ummay Salma



অদূরের ভাবনা
            - উম্মে সালমা

সময়ের ব্যবধানে আজ হেরেছি আমি,
কথা নেই – দুঃস্বপ্নের রাতগুলো তবু কেটে যায়
ক্ষনিকের আততায়ীতা কেড়েছে স্বভূমি,
ফিরে পাওয়ার আশায় কত দিন বয়ে গেছে প্রায়। 

যে দিনগুলো গেছে, আভা আলোর রাশিমালায়,
আসবেনা জেনেও কান্নাকাটির ঘৃণিত ভাবনা
বিদীর্ণ হিয়া ছারখার হয়ে যায়  কল্পনার পর্বতমালায়,
বিস্তৃত খেলাঘরে, পড়ে রয়েছে এখনও তোমার তোমার দেয়া যন্ত্রণা। 

খড়িকাঠে চড়েছে প্রেম, বলি দিয়েছি তোমায় – 
সংস্কার কাকে বলে? আজও অধরা মোর মনে
ফিকে বাতাসে বয়ে যাওয়া রঙিন ভ্রমর
কথা ছিল সাথে থাকার? অপূর্ণতা আজ তোমার সন্ধানে। 

** ** ** ** **

মতামত/অভিযোগ জানাতে ক্লিক করুন 

ব্লগের কোনও অংশ অনুমতি ব্যতিরেকে প্রকাশ করা হলে এবং স্বপ্রমান ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
ধ্যনবাদ!