Monday, November 06, 2017

কল্পনা

Article Tag No. 31218
© Abiyad Ahmed 


কল্পনা
- আবিয়াদ আহমেদ 



আকাশবৃষ্টি নেমেছে আদলে
মান-অভিমানে গাঁথা, শান্তি, ম্লান সোনালী চিলের মতো!
বেঁধেছে বুক ত্রিসীমানার কলেবরে,
ধূসর স্তনের মতো শান্ত পথ ধরে, অবাক জলপানে।

ব্যতিব্যস্ততার প্রেমালাপ সূর্যের প্রখরতায়;
হিজলের বলে হলুদ টিয়ের মতো
বসন্তের শীত - মানবকুলকে নয়, তোমাকেই! ভালোবাসে,
যৌবনের যবনিকা - পদ্মপাতার জলবিন্দুর ন্যায়।
সময়ের উপকণ্ঠে, - এ পৃথিবী, প্রেম আবেগে আলপুত হয়
নিস্তব্ধ বাঁশির ভৈরবী সূর তোমাকেই বক্ষদ্বয়ে ফিরিয়ে আনে।


*********